তোমাকে বলিতে প্রিয় কথাখানি
আর কত রাত জাগি;
আমার প্রাণের সকল বাগিচা
তোমার সুখের লাগি।


(আমি) জানি তুমি প্রিয়ে করো অভিমান
আমাতে লুকাও মুখ;
জানালার 'পরে গোপনে চেয়েছ
আঁচলে ঢেকেছ বুক।
যুগে যুগে তাই সহজে বলি গো
আমি তোমাতেই অনুরাগি।


পৃথিবীর 'পরে জনম লয়েছি
সুখেতে থাকিতে প্রিয়;
আমাকে প্রেয়সী সোহাগেই রেখো
আদর পরশ দিও।


আমার ঘরেতে নেই ক্রন্দন
সেখানে শুধুই হাসি;
তোমার কথাতে বিভোর থাকিব
মোহনায় ভালোবাসি।
কত কথা তাই ভেবে ভেবে যাই
তোমার মাঝে সোহাগি।