তোমার কাছেতে আমি
হেঁটে যাব অনায়াসে, আঁখি ইশারায়-
আমাকে ডাকিবে তুমি
আপনার প্রিয় সুরে বুঝি অসহায়।


সেদিন প্রণয় ঘরে
আমার গোপন ঋণ দেখা হবে হেসে;
কমল তনুর 'পরে
চোখের সে কাব্যখানি শুধু ভালোবেসে।
বলিব সকল কথা
তোমার বুকের মাঝে আমি পুনরায়।


আমাকে চিনিবে তুমি
তোমার পলক ভাগে নব অনুরাগে;
ও চোখেতে কতকথা
আবেগ প্রণয় সুরে ললাট সোহাগে।
ভালোবাসি ভালোবাসি-
আঁচল ধরিয়া আমি রাঙ্গা জোছনায়।
        ------