সেদিন বিদায় কালে-
তোমার মুখটি রেখেছিলে ঢেকে;
সেদিন কেঁদেছ খুব
জানালায় ওই মুখখানি রেখে।


চলিতে পথের বেলা
তুমি আমি একসাথে সারাদিন;
হাসি সাথে কেটেছিল
মধুর সেই বেলা অন্তহীন।
শুধু খুশি ছিলে তুমি
আমার মনের ভালোবাসা মেখে।


সূর্য ওঠে প্রভাতে
আবার পশ্চিমে ডুবিয়া যায়;
তবুও জগৎ কাঁদে
গোপন মনে শ্রাবণ কান্নায়।


যবে আসিল সময়
অবশেষে আমার বিদায়কাল;
কেমনে কেঁদেছ প্রিয়-
সবার নজরে তুমি বেসামাল।
আমার মনের ঘরে
সেদিন গোপনেতে কি কথা লেখে!
        -------