তুমি ছিলে তাই লাগত মাতন সন্ধ্যাদীপের কালে-
তুমি ছিলে তাই খুশিতেই দোলা প্রভাতশিশির ভালে।


আমার মনেতে আশার আলোক দেখা দিত পুবদিকে
তোমার জন্য হাজার রঙিন কবিতা-কাহিনি লিখে।
তুমি থাকিলেই জিতিয়া যেতাম মহা সে ভীষণ রণে-
তুমি প্রিয় মোর লক্ষপ্রদীপ জ্বলত আমার মনে।
তোমার মুখেতে জোছনার সুখে ভাসিত উঠান গালে।


তুমি ছিলে তাই চোখের পাতায় নামত বৃষ্টিরাত;
তোমার নামেই সুখের সূর্য ভরাত এই প্রভাত।
তুমি ছিলে তাই ভাটার নদীতে আসত জোয়ার ঢেউ;
তোমার মুখের শরতশিশির দেখত না বুঝি কেউ।
তুমিই আমার শান্তবাতাস, শান্ত সেই বিকালে।