রাতের আঁধার কেটে যায়
তোমার বাঁশির সুরে;
তোমার কথা ভাবতে বসি
আমার এ অন্তঃপুরে।


সোনালি ভোরের মধুরতা
সুর ভাঙা এই মন;
তোমার জন্য করি অপেক্ষা
তোমাতেই নিবেদন।
সারাদিন সারারাত জেগে
তোমাতেই আসি ঘুরে।


আমার ঘরে তোমার কথা
নীরব সময় মাঝে;
তোমাতেই তাই চেয়ে থাকি-
আপনার সাথে লাজে।


নিশি-দিন আর কত কাল
থাকব তোমাতে জেগে;
তোমার সুরেতে প্রাণ বাঁধি
স্বপনের অনুরাগে।
তব বাসর রচিয়া আমি-
চেয়ে রব ওই দূরে।