রাজার হাতে অস্ত্র আছে
অস্ত্র সে ভয়ঙ্কর;
সিপাই-সিপাহি অস্ত্র সাথে
থাকে যেন দিনভর।


গাছের অস্ত্র তীব্রকাঁটা
কখনও বা ফুলে;
মেঘের অস্ত্র বৃষ্টি জানি
ফেলে দেবে গাছে তুলে।
কবির অস্ত্র রক্ত কলম
লিখিবেন পরপর।


তোমার অস্ত্র রূপের মায়া
আরতো চোখের জল;
মায়ার কোলে বেঁধে রাখো
শতেক কোলাহল।
পতঙ্গেরও অস্ত্র আছে
নীরবতাহীন ঘর।


     ------