কী হাসি হেসেছ আজ
প্রাণ উছলিয়া;
প্রিয়ধন বধূ তুমি
ওহে মনপ্রিয়া।


কোন সে কারণে আজ
মনে এত সুখ;
থামাতে ও হাসিখানি
আঁচলেতে মুখ।
আমি যে দেখেছি হাসি
গোপনে বাহিয়া।


আজিকে গোপন সুরে
দোলা দিয়ে যাও;
আমার চোখের 'পরে
ক্ষণিক দাঁড়াও।


চোখেতে হাসি তোমার
ও বদন জোড়া;
প্রকৃতি মাঝেতে আজি
অতি মনোহরা।
আমি শুধু দেখে গেছি
আড়ালে চাহিয়া।
     ------