আমার মনের মাঝে কত কথা আছে জমা-
আমি শুধু তোমাকেই বলিতে যে চাই;
ওগো প্রিয়তমা মোর, প্রিয় তুমি আমারই
আমাতে করিও বাস যেন দেখা পাই।


জানি না কিছুই আমি, বুঝি না কিছুই আমি
শুধু জানি তুমি মোর গোপন প্রেয়সী;
আমার বকুলঘরে তব নামে কবিতারা-
কবে থেকে ঠোঁটে লেগে রয়েছে যে হাসি।
আমার সুরের তারা নতুন গানের মালা
সাজিয়ে রেখেছি আমি, দেব তোমা ঠাঁই।


সাগরের মাঝে মাঝি, বেয়ে চলে ভাসা নাও-
কত কথা বলে তারে একাকী বসিয়ে;
ভয়হীন হৃদয়েতে সময়ের আঙিনায়
গোপনে বলিবে কথা জোয়ারে ভাসিয়ে।


কত রাত গেছে চলে, যাবে জানি কত দিন
কত ফুল ফুটেছিল তোমাকে জানাতে;
গহিন পরান মাঝে তোমাকেই অবেলায়
চেয়েছি যে সেই গান আঁখিতে শোনাতে।
যত গেছি কাছে কাছে, আড়ালে থেকেছ তুমি
ধরিতে গিয়েছি যেই, দেখি তুমি নাই।
         ------------