ও তোর মনের মালিকা
আমারে ছড়ায়ে দিলে-
আমারে।
ও তোর রূপের লাগিয়া
চক্ষু মেলে বসে থাকি
আহারে।


তোর মনেতে সইত্য কথা
আমার উজার করে;
তোকে আমি আপনার ভাবি
আমার প্রাণের পরে।
তুই এসে আমারেই দেখ
আমি আছি অনাহারে।


তোকে ডাকব আমার বাড়ি
আমি করিব রন্ধন;
তোর লাগিয়া রূপের ঘরে
আজ কত আয়োজন।


তোর শাড়িতে ঢাকিব মুখ
এই তো আমার আশা;
আষাঢ় ভাদরে তুই
শুধু মোর ভালোবাসা
বলি শুধুই মনের কথা
কাহারে।