বলি, ওগো সোহাগের মেয়ে!
আজ কেন আমার দুয়ারে!
কী বা হেতু আগমন? বোঝাও আমারে।


ললাটচন্দন সুরে সিক্ত করি মন
আমার অপেক্ষা অন্ত অতিথিযাপন;
তবে কি সকল ঋণ হল সমাপন
কেন আজ এত সাজে বলিবে কাহারে?


আমাকে ভুলেছ তুমি নয় অবহেলা!
বলিলে আবেগ মুছে 'বিদায়ের বেলা'-
এতদিনে ভালোবাসা তা কি ছেলেখেলা!
কেন যেন মন চায় দেখি বারেবারে-


এবার আসিলে কাছে জলে ভেজা চোখ!
তুমি কাছে আসিয়াছ দেখে নাই লোক;
তাইতো এসেছ কাছে যত মন্দ হোক।
আমাতে সপিবে প্রাণ যৌবন শরীরে।