তোমার কথা হৃদয় জানে
আর জানে যে এ মন;
ও সজনী মন যমুনায়-
আসলে তুমি কখন!


সাদা বকের ডানায় দেখি
ও ভালোবাসার গান;
পদ্ম ফুলের মালা গেঁথে
আমায় করেছ দান।
একলা মনে বুঝেই গেছি
তুমিই আপন জন।


এই জনমে পোড়ে শরীর
ওষ্ঠে আগুন খেলা;
থমকে আসে মনের কথা
যাবেই মধুর বেলা।


ঘাসের বুকে শিশির ছোঁয়া
মধু ভোরের হাওয়া;
মায়ার মাঝে মধু পরশ
আপন সুরে গাওয়া।
এমন ক্ষণে আসলে তুমি
আমার মধু লগন।
     -------