নদীর ধারে কাশের ও বন,
তার মাঝেতে আমার এ মন;
বইসা থাকি বেলা জুড়ে রে...


আমার মনে তোমার কথা,
তোমার ছবি দেখি হেথা;
(নদীর) ঘাটে বসে দেখি চেয়ে
কোন নাওয়েতে আসো ছেয়ে-
আমি চেয়ে থাকি (ওই না) দূরে রে...


আমি বসে কাশের বনে,
ফুল ছিড়েছি সংগোপনে-
আসলে (আমি) তোমায় নেব খুঁজে
ও কাশের ফুল মাথায় গুজে
তোমার ও গান বাঁধি সুরে রে...