ফুলের মতন নব সাজ পরে
এসেছে শিশুরা সব;
নবীন পরানে নবীন আবেগে
আজিকে নিত্য রব।


ভোরের এ আলো ফুটেছে যে আজ
হাসিতে শিশুর প্রাণ;
স্বপ্ন সোহাগ শুরু হবে আজ
নব জীবনের গান।
চারিদিকে তাই চেয়ে আছে দেখি
শত শত কলরব।


মায়েদের মুখে কত হাসি আজ
আপন মাঝারে রূপ;
হাসি আহ্লাদে কাটিছে এ বেলা
উচ্ছ্বাসে নবরূপ।


নবীন আলোতে নবীন প্রতিভা
আজ হবে জাগরিত;
শিশুরা দেশের এ ভবিষ্যৎ
হাসিতে উজ্জিবিত।
না বলা ও কথা, না বলা এ হাসি
আজ হবে সম্ভব।
    -----