না হয় নাই বা গেলে কী হবে তাতে-
ফুল কি ফুটিবে না এ গভীর রাতে!


বাগিচা শোভিছে যেন পেয়েছে আদর
মনের দুয়ারে আজ খুশির ভাদর;
তোমাতে বলিবে কথা মধু সাক্ষাতে।
না হয় নাই বা গেলে---


ফুলতো শতেক ফোটে নেইতো ক্ষতি
পাখা মেলে আসে না তো নানা প্রজাপতি।


না হয় থেকো গো তুমি ঘরের কোণে-
একা একা গান গেও নীরব মনে;
ফুলমালা গেঁথে রেখো তোমার হাতে।
না হয় নাই বা গেলে----