মনখারাপের একলা বিকাল একলা এ বাতায়নে-
মাঝেমাঝে আজ বৃষ্টিঝাপট অবাক করেছে মনে।


একদিন ছিল এমন বিকাল মনে পড়ে তোমাকেই;
মনের কোণেতে এসেছিল প্রেম গান গেয়ে সুরেতেই।
প্রেম ভরা মন তোমার কথাতে থাকত শুধুই চেয়ে-
এমন বিকালে কত খুশি ছিল কাছেতে তোমায় পেয়ে।
গাছের পাতায় জলের ধারাটি বহিছে আঁচল ক্ষণে।


মিষ্টি বাতাস করিত আপন ভরাত মোদের মন;
এক আঙিনায় মিলিত মোদের তৃষিত সে নয়ন।
কত কথা আজ, বলে গেছ তুমি আপনবেলার কথা
বৃষ্টির পানে চেয়ে চেয়ে মন শুনেছে তোমার ব্যথা।
তোমার বিকাল তোমার সকাল ছোটোবেলা যতনে।