মন আমার ঠিক কথাটাই বলে,
চোখ আমার ঠিক পথেতেই চলে।


তুমি তো বুঝেও কিছু বোঝো না
কাছে পেয়ে রত্ন তুমি খোঁজো না
ঠিক সময়ে ফুলের শাখে ফুল দুখানি হাসে-
ঠিক সময়ে ঠিক কথাটা আমার মনে আসে;
মনের টানে জোয়ার দেখি ভাটি নদীর জলে।
মন আমার ঠিক কথাটাই বলে---


আমি যে মনের সাথে ব্যস্ত থাকি
আমার মনে মনের খবর তুলেই রাখি
মনের মাঝে থেকে আমি মনকে হারালাম
মনকে ভালোবেসে আমি সকল বুঝিলাম;
আমার সাথে কেউ না থাকুক আমি মনের দলে।
মন আমার ঠিক কথাটাই বলে----