(আজি) মাধবী মালতি হাসে মধুর ফাগুনে
(দেখি) মিতালিতে অলি আসে এ ফুলের বনে।


করে তারা কত খেলা মধু ফুল সাথে-
নানা পাখি গেয়ে চলে নতুন সাক্ষাতে;
(বুঝি) সকলে তো মুগ্ধ হয় খুশি মনে মনে।
মাধবী মালতি হাসে ---


এমন দিনে প্রিয়তি মনে পড়ে শুধু
তোমার কথা ভেবেছি ওগো প্রিয় বঁধু;
(পেলে) এমন মধুর বনে সাজাব যতনে।
মাধবী মালতি হাসে ---