কোন দূর স্বপনেতে
খুশিতে আমাকে  ডেকেছ;
কত কথা কানে কানে
এসে তুমি আজ বলেছ।


শ্রাবণের মেঘখানি
দূরে ভেসে চলে যায়;
শুভ্র বাতাস এসে
মোর সাথে কথা কয়।
তবু দেখি কিছু ফুল
আজ তুলে রেখেছ।


একদিন অবসরে
মোর বুকে রেখে বুক;
পেয়েছ চিরদিনের
সে যে অমর সুখ।


আকাশে দেখেছি আজ
কত নব ফুল কড়ি
তোমার রূপের তরে
সাজাবে তাহারই।
মনে হয় বারে বারে
আমাকে কত কথা লিখেছ।