কোন দূর সীমানায় আজ আছ তুমি-
তোমার আঁচল মাঝে আছে মোর প্রেমভূমি।


সকল রূপের হাসি মেলেছি যে তোমাতে
মোর প্রেমমালা দিই তোমাকেই সাজাতে;
হেথা আজ রোদ হাসে
চরাচর ভালোবাসে-
তোমারেই মনে মনে ডেকেছি যে আমি
কোন দূর সীমানায়......


সেদিন আকাশেতে চাঁদ জেগেছিল
মোর গানে তারা সব মিলেমিশেছিল
আজ নেই চাঁদ আলো,
মনখানি নেই ভালো;


তবু কেন আজ আমি নীরবেতে একা!
তোমার ও রূপ লিখি প্রিয়তম-সখা;
স্মৃতির মালা চেয়ে দেখি-
গানেতে কথাগুলি লিখি
যদি জেনে তুমি হও অন্তর্যামী
কোন দূর সীমানায়......
      ------