রেখেছো আমায় কৃষক করে, কিন্তু মানুষ করো নি।
রেখেছ আমায় শ্রমিক করে, কখনও মানুষ ভাবো নি।


আমরা কৃষক, আমরাই চাষি ফসল ফলাই জমিতে-
তবুও তোমায় করেছি যে পূজা জানি না কোন স্বার্থেতে।
দলটি বেঁধেছি ছুটেছি পিছনে কখনও শ্লোগান ভুলিনি


আমরা শ্রমিক, আমরা কর্মী কলে কারখানাতে-
মালিক কৃপায় শুধু বেঁচে আছি আমরা কোনোমতে।
'সমাজতন্ত্র' করতে গেছি শিরোধার্য তোমার বাণী