নদীর ঘাটে পা দুলিয়ে গোসল করো প্রিয়-
কিছুতে চোখ সরে না যে দেখতে খানিক দিও।


নদীর কূলে জলের ধারা ঢেউ ওঠে টলমল;
একলা তুমি মনের সুখে জলে আলিঙ্গন
তোমার কাছে রূপের আলো হাত দিয়ে ছিটিও।


ডুব দিয়েছ জলের মাঝে বসন ভেজে জলে-
রঙিন তোমার জীবনখানি ঢেউয়ের সাথে খেলে;
আবার যদি গোসলে যাও আমায় ডেকে নিও।