কোন পথে আজ চলে যাও-
আমার এ প্রাণের দোসর;
কিছু কথা আজ বলে যাও-
খুশিতে আমার অন্তর।


তোমার চলার পথ দেখি
আজ খুশিতেই মধুময়;
তোমাতেই বলার ছিল যে
এখনই পেয়েছি সময়।
তোমাতে রচেছি আমি তাই
এক আপন সুখের ঘর।


তোমার নয়নে ছিল হাসি
আমার চোখেতে স্বপনেরা;
বাঁধ ভাঙা সেই উচ্ছ্বাসে
হাসি কান্নায় ঘরে ফেরা।


নাম ধরে  তোমায় ডেকেছি
আমার সেই বকুল প্রেম;
তোমার মাঝে আজ চেয়েছি
আমার সকল হারালেম।
এসো আজ এমন লগনে
কথাটি বলি পরস্পর।
      -------