নারীকেই আমি ভালোবাসি-
ভালোবাসি জোছনার রাত;
ভালোবাসি নদীদের হাসি
প্রকৃতির সকল প্রভাত।


ভালোবাসি নারীর লজ্জা
আঁচলেতে হাসি ভরা মুখ;
প্রকৃতির সবুজ সজ্জা
হলুদ মাঠে সাজানো বুক।
ভালোবাসি উজ্জ্বল ভোর
নবরূপে আসে তব হাত;


ভালোবাসি শীতের সকাল
একতারা বাঊলের গান;
রূপসীর ওই কোলাহল
হেমন্তের গোধুলি প্রাণ।
আজ নেই কোনো উত্তর
বসে থাকি সুরে সুরে সাত।
       -------