গানের কবিতা ও তার ছন্দ বিশ্লেষণঃ এক
গানঃ তোমার দেয়া সোহাগ সিঁদুর
কবিঃ মিতালী ব্যানার্জী
প্রকাশিত তারিখঃ ৩০/৯/২০১৭
-----------------------------------------------------------------------------------
গানটির কাঠামোঃ
আস্থায়ীঃ
তোমার দেয়া সোহাগ সিঁদুর
রাঙিয়ে সিঁথিই ভরব,
আমরা মনের মতন করে
তোমায় যতন করব।
অন্তরাঃ
তোমার প্রেমের হব পূজারী
তোমায় নিয়েই থাকব,
খুশির আলোয় ভরিয়ে দিয়ে
সোহাগ দোলায় দুলব।
সঞ্চারীঃ
সুখের নীড়ে থাকব দু'জন
সুখকে আপন করব,
দুখের দিনেও তোমার হাতে
হাতটা ধরেই রাখব।
আভোগঃ
তুমি আমার জীবন আধার
তোমায় নিয়েই বাঁচব,
তোমার স্বপন ভরিয়ে দিতে
প্রদীপ হয়েই জ্বলব।
*** গানটি কাঠামো মেনে লেখা হলেও সেতুবন্ধ পঙক্তি অনুপস্থিত। অন্তরা ও আভোগের শেষে সেতুবন্ধ পঙক্তি নেই। তাছাড়া সঞ্চারীও নিয়ম মেনে লেখা হয়নি।
-----------------------------------------------------------------------------------
পর্ব ও মাত্রা বিভাজনঃ
তোমার দেয়া /সোহাগ সিঁদুর (৪,৪)
রাঙিয়ে সিঁথি /ভরব, (৪,২)
আমার মনের/ মতন করে (৪,৪)
তোমায় যতন /করব। (৪,২)


তোমার প্রেমের/ হই পূজারী (৪,৪)
তোমায় নিয়েই /থাকব, (৪,২)
খুশির আলোয় /ডুবটি দিয়ে (৪,৪)
সোহাগ দোলায় /দুলব। (৪,২)


সুখের নীড়ে /থাকব দু'জন (৪,৪)
সুখকে আপন /করব, (৪,২)
দুখের দিনে /তোমার হাতে (৪,৪)
হাতটা ধরেই /রাখব। (৪,২)


তুমি আমার/ জীবন আঁধার (৪,৪)
তোমায় নিয়ে /বাঁচব, (৪,২)
তোমার স্বপন /খুঁজে দিতে (৪,৪)
প্রদীপ হয়ে /জ্বলব। (৪,২)
*** কবি এই গানের কবিতাটিকে মাত্রাবৃত্ত ছন্দ বলে উল্লেখ করেছেন। কিন্ত গানটি স্বরবৃত্ত ছন্দে আছে।
-----------------------------------------------------------------------------------
ছন্দ বিশ্লেষণঃ
ছন্দ রীতি- স্বরবৃত্ত ছন্দ
মাত্রা গণনার নিয়ম- মুক্ত দল এবং রুদ্ধ দল সমস্তই ১মাত্রা।
পর্ব- পূর্ণপর্ব  ৪ মাত্রার, অপূর্ণ পর্ব- ২ মাত্রার।
পঙক্তি- আটটি। প্রথম ও দ্বিতীয় পঙক্তি সমমাত্রিক ও সমপrbik। তিনটি পূর্ণ ও একটি অপূর্ণ পর্ব নিয়ে গঠিত। (৪+৪+৪+২)
লয়- মধ্যম
বিশেষত্ব- প্রারম্ভে ঝোঁক আছে।
-----------------------------------------------------------------------------------
গানের কবিতার অর্থ-
গানটি একটি সুন্দর প্রেমের বাতায়ন তৈরি করে। গানটি কোনো একজন স্ত্রী তার চিরদিনের স্বামীর উদ্দেশ্যে প্রেম নিবেদন করে। সে বলতে চাই-  সে তার আপন জনের সোহাগ সিঁদুর নিয়ে তার সিঁথি রাঙিয়ে তুলবে। খুশির আলোয় ভরিয়ে দিয়ে তারা সোহাগ দোলায় দুলবে। দুখের দিনেও তার প্রেমিকের হাত সে ধরেই রাখবে। স্বপ্নময় জীবন নিয়ে তার মাঝেই সে বাঁচার স্বপ্ন দেখে।
-------------------------------------------------------------------------------------
গানের কবিতা ও ভাব-
মোটামুটি ঠিকই আছে।
-----------------------------------------------------------------------------------
অন্ত্যমিল-
ভরব, করব, থাকব, দুলব, করব , রাখব, বাঁচব, জ্বলব
অনেক ক্ষেত্রেই শুদ্ধ অন্ত্যমিল মানা হয়নি।
-------------------------------------------------------------------------------
বানান-
আমরা > আমার
আধার > আঁধার
ঠিক করে দেওয়া হয়েছে।
------------------------------------------------------------------------------
পরামর্শ-
এই সাইটের আলোচনা বিভাগে প্রকাশিত মোহাম্মদ রফিক উজ্জামানের লেখা গুলি পড়ুন।
-----------------------------------------------------------------------------------
******কবি আমার শুভেচ্ছা নেবেন।