*************গানের কবিতা ও তার ছন্দ বিশ্লেষণঃ পাঁচ***************
গানঃ ও মাঝি ভাই
কবিঃ মোঃ নিজাম গাজী
প্রকাশিত তারিখঃ ১৩/১০/২০১৭
-----------------------------------------------------------------------------------
গানটির কাঠামোঃ
(সখি)
ও মাঝি ভাই একটু থামাও উঠি তোমার নায়,
তোমার সনে বাইতে বাইতে যাবোরে ঐ গায়।
কথা হবে তোমার সনে নাওতে ওরে বসে।
মোর প্রানে বাজবে বীনা তোমার কথার রসে।।


(মাঝি)
আশায় আশায় ছিলাম আমি সখিগো তোমারও আশায়,
আইসা পরছো বন্ধু তুমি আমার ভালোবাসায়।
বৈঠা আমি ধরি যখন নিঠুর এই উজানে।
তোমার কথা পরে মনে আমারও প্রানে।।


(সখি)
জলদি কইরা উঠাও মোরে বাজান চইলা আইবো,
তোমার সনে কেমন কইরা প্রেমের কথা কইবো?
ও মাঝি ভাই হাতটা আমার ধরো তুমি শক্ত কইরা ওরে।
নাওতে উইঠা তোমার সনে গল্প করবো প্রানও ভরে।।


(মাঝি)
ওরে সখি আমার হাতে তোমার হাতটা জলদি কইরা দাও,
আমার মাথার গামছায় বইসা পরো,ছাড়বো এখন নাও।
সখিরে তুমি বীনে নিঃস আমি অধম এই মাঝি।
বিয়া করুম তোমায় আমি তোমার বাজান যদি থাকেরে রাজি।।
*** গানটি কাঠামো মেনে লেখা হয় নি। সংলাপের আলোকে সখী ও মাঝির কথোপকথন এখানে মূল প্রতিপাদ্য। গানের কাঠামো অনুযায়ী এখানে বেশ কিছু অসংগতি আছে।
ক) সেতুবন্ধ পঙক্তির দরকার। এখানে তার অভাব আছে।
খ) এটি মূলত একটি কবিতা।
-----------------------------------------------------------------------------------
পর্ব ও মাত্রা বিভাজনঃ
(সখি)
ও মাঝি ভাই /একটু থামাও /উঠি তোমার/ নায়, =(৪+৪+৪+১)
তোমার সনে /বাইতে বাইতে/ যাবোরে ঐ/ গায়। =(৪+৪+৪+১)
কথা হবে /তোমার সনে/ নাওতে ওরে/ বসে। =(৪+৪+৪+২)
আমার প্রানে/ বাজবে বীনা /তোমার কথার/ রসে।। =(৪+৪+৪+২)


(মাঝি)
আশায় আশায় /ছিলাম আমি /সখি তোমার/ আশায়, =(৪+৪+৪+২)
আইসা পরছো /বন্ধু তুমি/ আমার ভালো/বাসায়। =(৪+৪+৪+২)
বৈঠা আমি/ ধরি যখন/ নিঠুর এই উ/জানে। =(৪+৪+৪+২)
তোমার কথা /পরে মনে /আমার এই/ প্রানে।। =(৪+৪+৪+২)


(সখি)
জলদি কইরা /উঠাও মোরে/ বাজান চইলা /আইবো, =(৪+৪+৪+২)
তোমার সনে/ কেমন কইরা/ প্রেমের কথা/ কইবো? =(৪+৪+৪+২)
ও মাঝি ভাই/ হাতটা আমার/ ধরো তুমি /ওরে। =(৪+৪+৪+২)
নাওতে উইঠা /তোমার সনে /গল্পে  প্রাণ/ ভরে।। =(৪+৪+৪+২)


(মাঝি)
ওরে সখি /আমার হাতে /তোমার হাতটা /দাও, =(৪+৪+৪+১)
আমার মাথার/ গামছায় বসো /ছাড়বো এখন/ নাও। =(৪+৪+৪+১)
সখি)  তুমি বীনে /নিঃস আমি /অধম এই /মাঝি। =(৪+৪+৪+২)
বিয়া করুম /তোমায় আমি / আমার মায়ে /রাজি।। =(৪+৪+৪+২)
*** কবি এই গানের কবিতাটিকে ঠিক ভাবে স্বরবৃত্ত  ছন্দ বলে উল্লেখ করেছেন। কিন্তু পর্ব বিভাজনে মুক্তক বলে উল্লেখ করেছেন। কিন্ত গানের কবিতাটি = (৪+৪+৪+১/২) মাত্রায় করে দেওয়া হল। কয়েকটি ক্ষেত্রে গানের কথা ছোটো করা হয়েছে।
-----------------------------------------------------------------------------------
ছন্দ বিশ্লেষণঃ
ছন্দ রীতি- স্বরবৃত্ত ছন্দ
মাত্রা গণনার নিয়ম- মুক্ত দল ১ মাত্রা এবং রুদ্ধ দল সমস্তই ১ মাত্রা।
পর্ব- পূর্ণপর্ব  ৪ মাত্রার, অপূর্ণ পর্ব- ১/২ মাত্রার। অতি পর্ব- ২ মাত্রা।
পঙক্তি- ষোলোটি। প্রথম ও দ্বিতীয় পঙক্তি সমমাত্রিক ও সমপার্বিক। তিনটি পূর্ণ ও  একটি অপূর্ণ পর্ব নিয়ে গঠিত। (৪+৪+৪+১/২)
লয়- মধ্যম
বিশেষত্ব- গানের কবিতায় ছন্দ ও কাব্য বোধের নমুনা আছে।
-----------------------------------------------------------------------------------
গানের কবিতার অর্থ-
মাঝির সাথে এক কিশোরী মেয়ের প্রণয় আখ্যান এটি। বেশ মন মুগ্ধকর গানের কবিতা। মাঝির নৌকায় উঠে সখী তার কথা শুনতে চায়। মাঝিও যেন তার প্রতীক্ষায় ছিল। সে সুযোগ বুঝে তাকে নিয়ে পালাতে চায়। মাঝি শেষমেশ সখীকে বিয়ে করতে চায়। রোমান্টিকতায় ভরপুর গানটি অনবদ্য।
----------------------------------------------------------------------------------
গানের কবিতা ও ভাব-
খামতি ঠেকেছে। সখী তার বাজান কে ফাঁকি দিয়ে মাঝির নৌকায় উঠেছে। আর মাঝি সখীকে বিয়ে করবে যদি সখীর বাবা রাজী থাকে! তাই এই জায়গাটা আমি পালটে দিয়েছি।
-----------------------------------------------------------------------------------
অন্ত্যমিল-
আইবো # কইবো ছাড়া খুব ভালো।
-------------------------------------------------------------------------------
বানান-
গা > গাঁ
প্রানে > প্রাণে
বীনা > বীণা
নিঃস  > নিঃস্ব
সখি > সখী
বাকি ঠিক আছে।
------------------------------------------------------------------------------
আবেদন / পরামর্শ-
এই সাইটে নিয়মিত লিখুন। তাহলে অন্যেরা শিখতে পারবে।
-----------------------------------------------------------------------------------
******কবি আমার শুভেচ্ছা নেবেন।