গান শোনানো সেই পাখিটা
আসতো যদি আজ;
একটা ভোরের গান শোনাত
আমায় দিত লাজ।


এমন দিনে শরৎ বেলা
মিলনমেলা ভোর;
সে উচ্ছ্বাসে জেগে উঠি
খুলি প্রণয় দোর।
অভিমানে হাজার কথা
দেখি তাহার সাজ।


কতদূরে তার ঠিকানা
সেখানেতে ঘুম;
সেথা আছে আপনার ভোর
কথার ও মরসুম।


আমার কাছে পাখির হাসি
সোনা রোদের ছায়;
তাকাই আমি আকাশেতে
বাতাস খানির পায়।
সব ভুলে আজ শুধু থাকি
বন্ধ করে কাজ।