*************গানের কবিতা ও তার ছন্দ বিশ্লেষণঃ ছয়***************
গানঃ হেমন্ত এসেছে দ্বারে
কবিঃ মুহাম্মদ মনিরুজ্জামান
প্রকাশিত তারিখঃ ১৭/১০/২০১৭
-----------------------------------------------------------------------------------
গানটির কাঠামোঃ
আস্থায়ী-


হেমন্ত এসেছে দ্বারে
পায়ে চুমো খায় স্নিগ্ধ শিশির কণা
সবুজ মাঠের বুকে কে ছড়ালো বলো
হলদে কাঁচা সোনা।


অন্তরা-


কে দিল ভরে কৃষাণীর আঁচল
সোনালী ধানের শীষে
কে দিল ভরে  কৃষকের গোলা
দীর্ঘ রিক্ততা শেষে।
কে দিল এঁকে দেশ জুড়ে এমন
অপরূপ রঙের আল্পনা।


সঞ্চারী-


ফুল ও ফসলে ভরে দেয় আঙ্গিনা
সোনালী হেমন্ত এসে
তাই তো আমার মন পড়ে থাকে
শ্যামল বাংলাদেশে।


আভোগ-  


পল্লীবালাকে) কে সাজালো বলো
হলুদ সরিসা ফুলে
কার ছোঁয়াতে লকলকে লাউয়ের
কচি অঙ্গ দুলে
মাটির বুকেতে  কে রেখেছে পেতে
মটরের) মখমল বিছানা।
*** গানটি কাঠামো মেনে লেখা হয়েছে। হেমন্তের সৌন্দর্য এখানে মূল প্রতিপাদ্য।
-----------------------------------------------------------------------------------
পর্ব ও মাত্রা বিভাজনঃ
হেমন্ত এসেছে দ্বারে =৮
পায়ে চুমো খায়/ স্নিগ্ধ শিশিরের কণা =৬/৮
সবুজ মাঠের বুকে/ কে ছড়ালো বলো= ৮/৬
হলুদের কাঁচা সোনা। =৮


কে দিল ভরে/ কৃষাণীর ও আঁচল=৬/৮
সোনালী ধানের শীষে=৮
কে দিল ভরে/ কৃষকের গোলা=৬/৬
দীর্ঘ রিক্ততার শেষে।=৮
কে দিল এঁকে/ দেশ জুড়িয়া এমন=৬/৮
অপরূপ রঙে/  রাঙা আলপনা।=৬/৬


ফুল ও ফসলে/ভরেছে এই আঙিনা=৬/৮
সোনালী হেমন্ত এসে=৮
তাই তো আমার/মন পড়ে থাকে=৬/৬
এ শ্যামল বাংলাদেশে।=৮


আমার পল্লীবালাকে /কে সাজালো বলো=৮/৬
হলুদ সরিষা ফুলে=৮
কার এ ছোঁয়াতে/ লকলকে লাউয়ের=৬/৮
কচি অঙ্গ দুলে=৬
মাটির বুকেতে/ কে রেখেছে পেতে=৬/৬
মটর ফুলের  /মখমল এ বিছানা।=৬/৮
*** কবি এই গানের কবিতাটিকে  (ছন্দ: অক্ষরবৃত্ত /পর্ব বিভাজন: পূর্ণ পর্ব ৮/৭/৬/৫ মাত্রা, অপূর্ণ পর্ব ৪/৩ মাত্রা ) বলে উল্লেখ করেছেন। কিন্ত গানের কবিতাটি = (৬/৮) মাত্রায় মুক্তকে আছে। ছন্দ: অক্ষরবৃত্ত।
-----------------------------------------------------------------------------------
ছন্দ বিশ্লেষণঃ
ছন্দ রীতি- অক্ষরবৃত্ত
মাত্রা গণনার নিয়ম- মুক্ত দল ১ মাত্রা এবং রুদ্ধ দল আগে ও মাঝে ১ মাত্রা, পরে ২ মাত্রা।
পর্ব- পূর্ণপর্ব  ৮ মাত্রার, অপূর্ণ পর্ব- ৬ মাত্রার। অতি পর্ব- নেই
পঙক্তি- মুক্তকের নিয়ম মেনে ঠিক আছে।
লয়- মধ্যম
বিশেষত্ব- গানের কবিতায় ছন্দ ও কাব্য বোধের নমুনা আছে।
-----------------------------------------------------------------------------------
গানের কবিতার অর্থ-
গানে হেমন্ত কালের সৌন্দর্য সুন্দর ভাবে ফুটে উঠেছে। চাষীর ঘরে নতুন ফসল এসেছে। তার গোলা ও আঁচল ভরে উঠেছে। এক কথায় হেমন্তের ফুল ও ফসলের এক অনন্য চিত্রায়ন।
----------------------------------------------------------------------------------
গানের কবিতা ও ভাব
খুব ভালো।
-----------------------------------------------------------------------------------
অন্ত্যমিল-
খুব ভালো।
-------------------------------------------------------------------------------
বানান-
অনেক বানান ভুল আছে।
------------------------------------------------------------------------------
আবেদন / পরামর্শ-
এই সাইটে নিয়মিত লিখুন। তাহলে অন্যেরা শিখতে পারবে।
-----------------------------------------------------------------------------------
******কবি আমার শুভেচ্ছা নেবেন।