*************গানের কবিতা ও তার ছন্দ বিশ্লেষণঃ নয়***************
গানঃ আমার ভালোবাসাটাকে
কবিঃ শেখ উবায়দুর রহমান
প্রকাশিত তারিখঃ ২৭/১০/২০১৭
-----------------------------------------------------------------------------------
গানটির কাঠামোঃ
আস্থায়ীঃ
আমার ভালবাসাটাকে রাখবো যতন করে,
পৃথিবীর পরে যদি জীবন থাকে দিবো উজার করে,
এপাড়েতে ঝরছে শ্রাবণ ওপাড় আপন করে......... (ঐ)
প্রথম অন্তরা-
বিনি সুতায় বাধা এমন যাবেনাতো খুলে,
অবহেলায় চোখের জলে দিয়োনাতো ফেলে,
ওপাড়েতে ডাকছি তুমায় এপাড় রেখে দূরে.....(ঐ)
দ্বিতীয় অন্তরা-
খড়ের কুঠায় গড়া এ প্রেম যাবে নাতো ভেঙ্গে,
খুলে খুলে পরেও যাবে তোমার কাছেই ফিড়ে,
এপাড়েতে নিঠুর হাওয়া ওপাড় অনুকূলে...... (ঐ)
*** গানটি  কাঠামো মেনে লেখা হয়েছে। সুন্দর প্রেমকথা এখানে মূল প্রতিপাদ্য। গানটি বেশ শ্রুতিমধুর।
-----------------------------------------------------------------------------------
পর্ব ও মাত্রা বিভাজনঃ
আমার ভালো/বাসাটাকে /রাখব যতন/ করে, =৪/৪/৪/২
যদি) পৃথিবীতে /জীবন থাকে /দিব উজার/ করে, =৪/৪/৪/২
এ পারেতে /ঝরছে শ্রাবণ /ওপার আপন/ করে.. ।=৪/৪/৪/২


বিনি সুতায় /বাঁধা এমন /যাবেনাতো /খুলে,=৪/৪/৪/২
অবহেলায় /চোখের জলে/ দিয়ো না তো/ ফেলে,=৪/৪/৪/২
ওপারেতে /ডাকছি তোমায়/ এপার রেখে/ দূরে.=৪/৪/৪/২


খড়ের কুঠায়/ গড়া এ প্রেম/ যাবে নাতো/ ভেঙে, =৪/৪/৪/২
খুলে খুলে /পরেও যাবে/ তোমার কাছেই/ ফিরে,=৪/৪/৪/২
এপারেতে/ নিঠুর হাওয়া /ওপার অনু/কূলে...=৪/৪/৪/২
*** কবির এই গানের কবিতাটি স্বরবৃত্ত ছন্দে আছে। গানটি একটি নরম সুরের ভালোবাসার গান । মাত্রা-  ৪/৪/৪/২।
-----------------------------------------------------------------------------------
ছন্দ বিশ্লেষণঃ
ছন্দ রীতি- স্বরবৃত্ত
মাত্রা গণনার নিয়ম- মুক্ত দল ১ মাত্রা এবং রুদ্ধ দল ১ মাত্রা।
পর্ব- পূর্ণপর্ব  ৪ মাত্রার, অপূর্ণ পর্ব- ২ মাত্রার। অতি পর্ব- ২
পঙক্তি- ৯ টি।  প্রতিটি সমমাত্রিক ও সম পার্বিক।
লয়- দ্রুত।
বিশেষত্ব- গানের কবিতায় ছন্দ ও কাব্যবোধের নমুনা আছে।
-----------------------------------------------------------------------------------
গানের কবিতার অর্থ-
কবি বলেছেন তিনি তার ভালোবাসাটিকে যতন করে রাখবেন। পৃথিবীর পরে যদি তার জীবন থাকে, তা তিনি উজার করে দেবেন। নিজের দুঃখ সামলে তিনি অন্যকে সুখ দেবেন। বিনা সুতায় বাঁধা এই সম্পর্ক কোনোদিন মিলিয়ে যেতে দেবেন না। তিনি প্রেমিকের উদ্দেশ্যে বলেছেন অবহেলায় চোখের জলে তাকে যেন ফেলে না দেয়। ঠুনকো ভাবে গড়া এ প্রেম কোনোদিন যাতে ভেঙে না যায় তার জন্য কবি অনুরোধ করেছেন।
----------------------------------------------------------------------------------
গানের কবিতা ও ভাব
খুব ভালো।
-----------------------------------------------------------------------------------
অন্ত্যমিল-
খুব ভালো নয়। আরও ভালো করতে হবে।
-------------------------------------------------------------------------------
বানান-
অনেক বানান ভুল আছে।
পাড় > পার
বাধা > বাঁধা
ফিড়ে > ফিরে
ইত্যাদি।
------------------------------------------------------------------------------
আবেদন / পরামর্শ-
এই সাইটে নিয়মিত লিখুন। তাহলে অন্যেরা শিখতে পারবে। এই সাইটের গান মূলক লেখা গুলি পড়ুন।
-----------------------------------------------------------------------------------
******কবি আমার শুভেচ্ছা নেবেন।