ফিরে এসো তুমি প্রিয়তমা,
আমার এ মনের আবেশে
আমার সুরের চেতনায়-
অশ্রু-জলেতে থাকো ভেসে।


তুমি ছাড়া আজ আমি একা,
আমার জীবন তুমিময়;
আমার প্রেমে আসবে তুমি-
জীবনের সাথে বিনিময়।
ঝরা রাতে সকল স্বপন
দেখে যাও তুমি কাছে এসে।


রিক্ত প্রাণে আছে আকুতি
মন মাঝে ফিরে আসে শুধু;
আকাশ পানে চেয়ে দেখেছি
তুমি হয়ে আছ মোর বঁধু।


তোমাকে দেখি মৃদু পরশে
মোর হাত দু'খানি বাড়িয়ে;
তোমাকে ডেকেছি আপনেতে
সুখের সেই দিন হারিয়ে।
তাই আজ আষাঢ়ের কালে
তোমাকেই খুঁজি অবশেষে।
     --------