ধরেছিলে তুমি হাত, কেঁদেছিলে শুধু সুখে-
চোখের ভাষায়;
কত কথা ছিল মনে, গভীর বেদনা সাথে
ছিলাম আশায়।


ছেড়ে গেছ আমাকেই, ভুল বুঝে এ হৃদয়-
দেখোনিতো চেয়ে;
প্রেমখেলা হল শেষ, ভাবিনি স্বপনে আর
কেঁদেছি হারিয়ে।
সেই নব দিন ছিল, এই চোখে ওই চোখ-
মনে পড়ে যায়।


ভরা নদী বহে ছুটে, স্রোতময় কলরবে-
দূরের পথেতে;
সব হাসি হল শেষ, থাকে কথা বিনিময়
সবুজ পাতাতে।


আমার বুকের মাঝে তোমার চুলের রাশি
সুখের ক্ষণেতে;
ভেবে গেছি শুধু আমি, এভাবেই চিরদিন
থাকিব মনেতে।
এত সুখ এত হাসি, এত প্রেম ভালোবাসি
কোন ঠিকানায়?
     -------