চলতে চলতে যদি থেমে যাই
আমাকে জাগিয়ে দিও;
পৌঁছে যাব ওই দূর সীমানায়
বন্ধু তুমি দেখে নিও।


চলার মাঝেতে থাকে এ জীবন
কেন তবে থেমে যাব!
আমরা সজাগ এ পথেতে তাই
প্রিয় বন্ধু পেয়ে যাব।
এগিয়ে যাবই সামনের পথে
ভাবব না মৃত্যুকেও;


হাতে পায়ে আনি অসীম শকতি
বুকে বাঁধি বাহুবল;
দুর্গম পথকে সুগম করেছি
আঁখি নহে ছলছল।
মন দৃঢ় করে পারি দেব তাই
দূর পথে নিয়ে যেও।