আমরা মিতালি ব্যানার্জির "হৃদয় নদীর কূল" নিয়ে তার ছন্দ ও পর্ব বিভাজন | মাত্রা বিভাজন দেখতে পারি এভাবে।


হৃ/ দয়/ ন/দীর/ | কূ/লে
(১/২    ১/২       ১/১) = ৮ (৬,২)
প্রেম/ দো/লা/নায় | দু/লে
(২/     ১/ ১/২    ১/১) = ৮ (৬,২)
সব/কি/ছু/ যাই/ | ভু/লে
(২/ ১ / ১/  ২/    ১/১) = ৮ (৬,২)
ভু/লি না তো/মায় | চা/ওয়া।
(১/১/ ১   ১/২       ১/১) =৮ ( ৬,২)


ভা/সি/য়ে দি/লাম | ভে/লা
(১/১ /১   ১/২      ১/১) = ৮ (৬,২)
জাগ/লো /খু/শির/ |মে/লা
(২/১ /   ১/২ /     ১/১) = ৮ (৬,২)
যাক/ না/ ব/য়েই/ | বে/লা
(২/১    ১/২       ১/১) = ৮ (৬,২)
সু/খের/ এ/ গান/ | গা/ওয়া।
(১/২ /১  / ২/      ১/১) =৮ ( ৬,২)


হা/রাই/ তো/মার  |মা/ঝে
(১/২ /   ১/২        ১/১) = ৮ (৬,২)
স্ব/প/নে /স/কাল | সাঁ/ঝে
(১/১/১ / ১/২       ১/১) = ৮ (৬,২)
ঘ/রের/ স/কল  | কা/জে
(১/২/    ১/২       ১/১) = ৮ (৬,২)
শু/ধুই/ তো/মায় |পা/ওয়া।
(১/২ /   ১/২    ১/১) = ৮ (৬,২)


আ/শার/ প্র/দীপ | জ্বে/লে
(১/২     ১/২        ১/১) = ৮ (৬,২)
জী/ব/নে /আ/মার | এ/লে
(১/১/১ /   ১/২    ১/১) = ৮ (৬,২)
যে/ও /না/ আ/মায় | ভু/লে
(১/১/ ১/    ১/২    ১/১) = ৮ (৬,২)
জী/বন/ ত/র/ণী | বা/ওয়া।
(১/২    ১/১/১    ১/১) = ৮ (৬,২)


অর্থাৎ গানের কবিতাটি মাত্রাবৃত্তে আছে
অতিপর্ব - নেই।
অপূর্ণ পর্ব - ২ মাত্রা।
পূর্ণ পর্ব-  ৬ মাত্রায়।
{'ওয়া'- ১ মাত্রায়}


সঠিক মাত্রায় লেখার জন্য এবং সুন্দর গানের কবিতার জন্য তাকে শুভেচ্ছা।