কতদিন দেখা নেই তনু!
বিছানায় আলসেমি ভাঙে-
রোজ খেয়ে উপরের ঘরে
কত কথা বলো চেনা ঢঙে।


কী কী দিয়ে ভাত খেলে তুমি
কী বাজার হয়েছিল কাল?
বড়োমোড়ে ফুচকাটি খেলে
এসেছিল নায়ক তমাল!
চাকরিতে আমি বড়ো কাজে
খোঁজ নাও তুমি তার সব;
যদি কোনো পদ ফাঁকা থাকে
হাতছাড়া করবে না জব।
বেশি বেশি কথা হত খুব
বইটই লেখালেখি রঙে।


বার্থ ডে জুলায়ের ছয়
সেই কথা বলেছ সকালে;
আমি তুমি ঘুরব কোথাও
গরমের দিনটি ফুরালে!
তাই শুনে রিজার্ভেশন
কাছাকাছি যাব বোলপুর;
সেই কথা শুনে হেসেছিলে-
আনন্দ ছিল ভরপুর।
দোতলায় যতনেতে ওরা-
বই পড়ো দরজার ভাগে।