বৃষ্টি তুমি আসবে বলেই
ভাবছি বসে একা;
কত কথা হবে বলা -
তোমার সাথে দেখা।


বৃষ্টি যখন নামত বুঝি
সারা আকাশ জুড়ে;
তোমার কথা পড়ত মনে
মেঘমল্লার সুরে।
রামধনু রং তোমার মনে
থাকত তারই রেখা।


বৃষ্টি যখন কান্না হত
নামত আকাশ ভেঙে-
তোমার চিঠি আসত হাতে
আপন ছোয়ার রঙে।


জড়িয়ে থাকি আবেগ সাথে
বৃষ্টিভেজা বেশে;
আলগোছে হাত বুলিয়ে দিতাম
তোমার কৃষ্ণকেশে।
তোমার স্মৃতি ভেসে ওঠে
গহন রাতের লেখা।