বন্ধু আমার গিয়াছে কোন পারে,
বন্ধু বিনে মনের আগুন বাড়ে।


আষাঢ় মাসে ঝরো ঝরো জল
মেঘের সীমায় হয়েছি শীতল
জলে ঢাকি, তবু কথা শোনে না রে।
বন্ধু বিনে -----


উল্টো রথের পাড়ার মেলা শোভা কত তার-
তোমার সাথে দেখা বন্ধু হল না যে আর।
কোন ঠিকানায় তোমায় পাবো, বোঝাবো তারে।
বন্ধু বিনে------


দুঃখে আমার ঘুম আসে না রাতে -
কবে আগুন জুরাবো সাক্ষাতে
বিরহের এ কথা বলি (আমি) কারে।
বন্ধু বিনে----------