বাটোরে বাটো হলুদ বাটো-
মুখে দিয়া পান;
ও যুবতীর হইবে বিয়া
কন্যা সম্প্রদান।


হলুদ বাটো জোরসে বধূ
মাখাও রাশিরাশি;
হলুদ মাখা হইলে পরে
বাজে বাঁশ-বাঁশি।
সকল বধূ একসাথেতে
খুলিয়া পরান।


দিনের বেলা হইবে বিয়া
সন্ধ্যাতে বাসর;
খুশিতে তার শাড়ি-গয়না
মাতাবে আসর।
সোহাগ কথা রাতের কালে
আকাশেতে চান।


সকালবেলা উইঠা বধূ
লাজে ঢাকে মুখ;
নবীন যুবতীর বিয়াই
এইত হল সুখ।
সবাই মিলে জাগাও তারে
বাসরেতে গান।
      -----