আরো কত কথা ছিল জানি মনে
বলা হল না তো বধূ;
আজ চেয়ে থাকা নয়নের 'পরে
এই অবেলায় শুধু।


তোমারে যখন পেয়ে গেছি আমি
আমার ভূবন 'পরে;
ভেবে গেছি কত আপনার কথা
বলিব তোমার দোরে;
আমার মনেতে রাখিব আদর
ঠোঁটেতে জমানো মধু।


আকাশের 'পরে আজ মেঘ ভাসে
প্রাণেতে তাহার হাসি;
পাখিদের দল গান গেয়ে যায়
গোপনেতে ভালোবাসি।


আমার মনের শত শত কথা
তোলা আছে ঘরে আজ;
সব ব্যথাখানি আজ দূর করে
পড়িব মনেতে সাজ।
এসো আজ চোখ রাখো এই চোখে
তুমি যে আমার বঁধু।
       -----