দিবা-নিশি কে আমারে একা একা ডাকে;
আমি কি দেখেছি তারে, চিনেছি কি তাকে?


এখন ভোরের বেলা রজনী উধাও-
গোপনে কাছেতে এসে কী কথা শুধাও!
আমি তো বুঝিনি কিছু তোমার মহিমা,
তুমি ভেঙে এসেছ যে আমার এ সীমা।
কখন দেখেছি কোথা কোন পথ বাঁকে!


তার নাম শুনে শুনে ঘুম ভেঙে যায়-
সে বুঝি কেমনে এল মোর ঠিকানায়;
কোনোদিন লিখেছি কি কবিতা খাতায়
আজো কেন ভেসে আসে চোখের পাতায়।
বলোতো দেখি, জিজ্ঞাসা করি আমি কাকে?
       --------