তুমি যে আছ তোমার ঘরে
আপন হিয়ার মাঝে;
আমার আছি এই ভুবনে
পাগল করার সাঁঝে।


তোমার কাছে কতই হাসি
বুক ভরা ভালোবাসা;
তাই তোমাতে স্বপ্ন দেখি
তোমার মাঝেই আশা।
তোমার নামে কাব্য লিখি
তোমার সুরটি বাজে।


শরৎ এসে চলে যে গেল
বসন্তটাও দেখা যায়;
তবু তুমি আছ যে লুকিয়ে
তোমার দেখা না পায়।


যদি আসো আপনার ভেবে
আমাতেই কোনোদিন;
তোমার ও বুকে মাথা রেখে
ঘোচাব আমার ঋণ।
তোমার চোখে চোখটি রেখে
মরব আমি যে লাজে।
       ------