আজকে নীলের উপোস হবে
নীলের পূজো পাড়াতে;
গাছের যত কাঁচা ফলাদি
দেবে তাদের ডালাতে।


সব বৌয়েরা করবে উপোস
হিন্দু শাস্ত্র মেনে;
স্বামী-সন্তান কল্যাণ চেয়ে
জল ঢালিবে থানে।
নতুন শাড়ি পড়ে তারা
যাবে সবার সাথেতে।


চৈত্র মাসের সন্ন্যাসীরা
চড়কতলায় এসে
তাদের দেওয়া ফলের রাশি
নেবে ভালোবেসে।


বছর বছর গাজন তলায়
নীলের পূজা হয়;
সবাই যাবে দলটি বেঁধে
আনন্দিত ময়।
নতুন করে মহাদেবে
যাবে সবে জাগাতে।