আমি যত কথা বলি
তুমি যে তা বলো না;
আমি চাই তোমাতেই
তুমি নও ললনা।


আমাতে জমেছে কথা
তোমাকে বলি বলে;
হাসাবো যে তোমাকেই
কাঁদাব নানা ছলে।
এসো না ও প্রিয় মোর!
কোরো না তো ছলনা।


চাঁদ পানে চেয়ে থাকে
আকাশে সব তারা;
কোনো কথা বলে না যে
সবে তো বাকহারা।


মোর মুখে আনো কান
কথা বলি আদরে
ভুরু তুলে শুনিবে তা
তুমি তাই সাদরে।
ওই দূরে যাব চলে
মোর সাথে চলো না!
     -----