তোমার চোখের পানে
চাহি অবিরত;
আজ তুমি নব সাজে
অতি আমোদিত।


কোথায় চলেছ আজ
এই নব সাজে;
মোহিনী রূপেতে তুমি
কিছু কিছু লাজে।
তোমারে দেখিয়া আমি
হই বিমোহিত।


তোমার কপাল মাঝে
সিঁদুরের রেখা;
তোমার বসন পরে
কত কথা লেখা।


মাঝে মাঝে চেয়ে গেছ
বাইরের দেশে;
আলতো দিয়েছ হাত
ওই রাঙা কেশে।
খুশিতে ভরেছে মন
অতি জাগরিত।
  -----