দীপগুলি জ্বেলে বসে আছ তুমি
তোমার দাওয়ার 'পরে;
আজ বুঝি আর কোনোই আঁধার
আসিবে না ওই ঘরে।


দীপের আলোয় মুখটি তোমার
পেয়েছে কতই জ্যোতি;
আড়ালেতে আমি চেয়ে চেয়ে দেখি
তোমার ও হিরা-মতি।
ক্ষণিক হাওয়ায় নিভে গেছে দীপ
আবার জ্বেলেছ তারে।


তোমার দীপে যে আঁধার ঘুচিল
আমার মনের মাঝে;
মোর গৃহে আর বাতি নাহি দিব
আজিকে আঁধার সাঁঝে।


রোজ যদি আসে এ দীপের আলো
কেমন ভালো যে হয়;
তোমার ও শোভা দেখিব যে চেয়ে
মোর ঘরে পরাজয়।
প্রতিটি দীপের পানেতে চেয়েছ
যতনেতে বারেবারে।
       -------