আজ বুঝি আর কথাটি হল না
এমন দিনে বসন্তে;
আজ বুঝি আর জানাটি হল না
এই মধুদিন অন্তে।


আমার মনেতে কত কথা আজ
থাকিল সকল তোলা;
আবার আসিলে শোনাব সকল
স্বপন কাজল খোলা।
তুমি যদি সেই কথা একবার
আমাকে বুঝে জানতে।


এখানে আজিকে কত হাসিমালা
পরানের পরে মেলা;
এখানে তোমার স্বপন সাথেতে
রচিব আমার খেলা।
আমার কথা আজকে শুধু জানি
তুমি এসেই মানতে।
       ------