আজ আর বৃষ্টিটা সেরকম ঝরছে না!
আজ আর সেই কথা সে রকম আসছে না।


ধীরে ধীরে কথা আসে আঁখিতারা শুধু বেয়ে
বাদলের জল থাকে মেঘ পানে আজ চেয়ে;
দুই চোখে প্রিয় মন কবিতায় ফিরে আসে
আজ আর কিছুতেই কেউ নেই এই পাশে।
আজ আর কিছুতেই গান মালা আসছে না
আজ আর----


ধুলোমালা আজ যেন ছুটি নেয় দূরে জানি
দল বেঁধে আসে কারা আজ কত অভিমানী।
পথ ছাড়ে পথ খোঁজে পথেদের সাথে সাথে
একা তারা থেকে যায় আঁধারের মেঘ রাতে।
ওই চুলে ওই মুখে মন ভালো বাসছে না।
আজ আর------
           --------