এতদিন রয়ে গেছি ভালো,
একার সাথেতে একা;
আবার কেন আসিলে তুমি
আবার করিলে দেখা।


ভালো ছিলাম আমার দ্বারে
স্বপন ছিল এ অভিসারে;
আবার এসে জ্বাললে দীপ
আমার এই শূন্য বুকে।
আমি জানিনা আমি বুঝিনা
কপালে কী আছে লেখা!


বেশ ছিল পলাশের শাখা
ঝরা পাতা সাথে করে;
আবার কেন ফোটে পলাশ
শান্তি পাবার তরে।


ভালোবেসে ভুলেছ যখন,
কিছু নেই জীবনে তখন;
মনের আগুন নেভে সব
নিত্য কথার কলরবে।
সব কিছু ভুলে যাব সহজেই
তবুও প্রণয় রেখা।