সাবধান (গীতি কবিতা)
- তোফায়েল আহমেদ টুটুল
শুন বলি মুমিন মুসলমান
ধ্বংস হবে জমিন আসমান
স্বাক্ষী আছে পবিত্র কুরআন
স্বাক্ষী আছে পবিত্র কুরআন।।


অনন্ত অসীম দয়ালে সৃষ্টি জগতের মূলে
ঘোষণা দেয় আশরাফুল ইনসান
লা শারিক আল্লাহ প্রচার করে রাসুলুল্লাহ
বিশ্বাস করে আনবে ঈমান ২ বার


সুনিপুণ কারুকাজে সুন্দর পৃথিবীর মাঝে
যে জন সাজায় বিশ্ব জাহান
জলে স্থলে ফুলে ফলে চন্দ্র সূর্য তারা জ্বলে
প্রকৃতির এই অপরুপ বাগান ২ বার


ফরজ ওয়াজিব সুন্নত নফল নিত্য করিতে আমল
আদেশ নিষেধ দিয়েছে বিধান
হালাল হারাম পাপ পূণ্য আল্লাহর সন্তুষ্টির জন্য
নবী রাসুল করেছে সাবধান ২ বার


নামাজ রোজা হজ্জ যাকাত ভুলে গেলে আখেরাত
ধোকা দিয়ে পথভ্রষ্ট করে শয়তান
ধনী গরীব রাজা বাদশা মনের মাঝে লোভ
লালসা
নিকৃষ্ট অধম পাপী নাফরমান ২ বার


শান্তিদাতা মুক্তিদাতা করুণাময় হে বিধাতা
সঠিক পথে দিও সত্য ন্যায়ের জ্ঞান
ক্ষণিক অতিথী টুটুল মানব জীবন করে কবুল
নাজাত দিও হশর আর মিযান ২ বার