অন্ধকারে একা একা
পাইবানা কারো দেখা ২
ভাই বন্ধু আত্মীয় স্বজন কেউতো যাবেনা
মরার পরে ঐ কবরে তোমার ঠিকানা ২


দালান কৌঠা পাকা বাড়ি
রইবেনা আর জমিদারী ২
দিন দুনিয়ার বাহাদুরি কিছুই থাকবেনা
মরার পরে ঐ কবরে তোমার ঠিকানা ২


ধনী গরীব আমির ফকির
সকলের বিছানা মাটির ২
শান্তি সুখের খাট পালঙ্ক কারো জুটবেনা
মরার পরে ঐ কবরে তোমার ঠিকানা ২


মাটি হইতে সৃষ্টি ইনসান
মাটির বুকেই হয় অবসান ২
হাড় মাংস স্বাদের দেহ মাটির নিশানা
মরার পরে ঐ কবরে তোমার ঠিকানা ২


মালিকানা ভিটা মাটির
মূল্য কত ধরলা জমির ২
মাটির কবর চাইবে সেদিন মাটির খাজনা
মরার পরে ঐ কবরে তোমার ঠিকানা ২


ভেবে দেখে অধম টুটুল
মাটিতে জীবনের মূল ২
মাটি হতেই রোজ হাশরে উঠাবে রাব্বানা
মরার পরে ঐ কবরে তোমার ঠিকানা ২