ভাইরে,   নদ-নদীতে ভরা হামার জেলা কুড়িগ্রাম
              ব্রহ্মপুত্র ধরলা আরও কত নদীর নাম
হামার,নয়টা উপজেলা নিয়া ভাওয়াইয়ার মোকাম।
আরও,      গোটায় দ্যাশোত এই ভাওয়াইয়ার
                কতই-না সুনাম ৷৷  


ও ভাইরে ভাই,  শোনেন পর সমাচার
          ধল্লা নদীৎ আছে দুইখ্যান সেতু চমৎকার।
          আছে স্থলনদী বন্দর
     মুক্তিপাওয়া দাসিয়ার ছড়া এইজেলার ভিতর।
হামরা,   মংগা দিছি বিদায় করি ফ্যালে
          মাথার ঘাম ৷৷


ও ভাইরে ভাই,  মন হামার উজলা
        চিলমারীর অষ্টমী স্নান মাদাইখালের মেলা।
           আরও পুরান জমিদারী
          নাওডাঙ্গা ভিতরবন্দ পাঙ্গাতে রাজবাড়ি।
হামার,   জেলার আছে ইতিহাস এক কনতো
            কিসোৎ কম ৷৷


ও ভাইরে ভাই,  সেই নামকরা লেখক
  হামার জেলার মানুষ ঐনা সৈয়দ শামসুল হক।
  ভাইরে,    শুনবেন আরও কি
          বীরপ্রতীক আছে হামার তারামন বিবি।
আরও    কছিমুদ্দির ভাওয়াইয়া গান বাড়ায়
            হামার দাম ৷৷