সখি তোমাকেই চাই যদি
আমারই পুনঃ জনমে
তুমি না করো না।।


সখি কুঞ্জ কথা ভুলে
কার সাথে আছো মিলে
আমি কি তোমার কোনো
কালেই ছিলাম না।।


সেই মন সেই ছায়া
পরশে জড়িয়ে থাকা
আমিতো কিছুই ভুলিনি
তুমি ছিলে শুধু আমারি।।


সেই চোখ সেই ঠোঁট
সেই মুখ ছোটো তিল
চোখাচোখি চেয়ে থাকা
ভুল ছিলো কি।।


সখি কুঞ্জ কথা ভুলে
কার সাথে আছো মিলে।
সবই তো ভুলেই গেলে
আমিতো কিছুই ভুলিনি।।


ক্ষনিকের নীড়ে
মানুষের ভীড়ে
আমায় কেনো তুমি
খুঁজে পেলে না।।


সেই পাশাপাশি হাঁটাহাটি
চোখে চোখে খুনসুটি
কুঞ্জ কাননে বসে
এলো চুলে ফুল গুঁজে
তবে কেনো কথা দিলে।
আমিতো কিছুই  ভুলিনি।।


সখি তোমাকেই চাই যদি
আমারই পুনঃ জনমে
তুমি না করো না।।